অ্যাকুয়ারিয়ামের পানি ঘোলা হয়ে যাওয়া খুবই পীড়াদায়ক একটা যন্ত্রনা। যদিও বিষয়টা জটিল নয়, তারপরও নতুনরা অনেকেই শুরুতে অ্যাকুয়ারিয়ামের পানিকে crystal-clear রাখতে গিয়ে হিমশিম খাচ্ছেন। আজকের পর্বে আমরা বিষয়টার গভীরে গিয়ে দেখব কেন অ্যাকুয়ারিয়ামের পানি ঘোলা হয়? আর কারণগুলো যখন আমাদের জানা হয়ে যাবে তখন তার সমাধান এপ্লাই করা কেবলমাত্র সময়ের বিষয়।
প্রথমতঃ আমাদের মনে রাখা উচিৎ নতুন একটা অ্যাকুয়ারিয়াম, যেটা এখনও নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করেনি, সেটা প্রথম কয়েক সপ্তাহ ভোলা থাকতেই পারে। আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নেই। কিন্তু কোন অ্যাকুয়ারিয়াম যদি দুই মাসের বেশি সময় ধরে ক্রমাগত খোলা থাকেতাহলে অবশ্যই বুঝতে হবে কোথাও একটা গোলমাল রয়েছে।
একটা অ্যাকোয়ারিয়াম বেশকিছু কারনে ঘোলা হতে পারেঃ
১- ব্র্যান্ড নিউ একুয়ারিয়ামে ব্যাকটেরিয়া ব্লুম করা।
২- অ্যাকোয়ারিয়ামের ফিল্টারের মেকানিক্যাল ফিল্ট্রেশন ঠিকমত না হওয়া।
৩- ফিল্টারের সিন্থেটিক কটন ময়দা দিয়ে আটকে যাওয়া
৪- ফিল্টারের সিনথেটিক কটন ঠিকমতো প্লেসমেন্ট না করা।
৫- অ্যাকোয়ারিয়ামে ধারণক্ষমতার বাহিরে মাছ রাখা
৬- মাছকে প্রয়োজনের অতিরিক্ত খাবার দেয়া
৭- একুয়ারিয়ামে মাছ মরে গলে যাওয়া
৮- এ্যাকুয়ারিয়ামে আটা ময়দা বা এ জাতীয় খাবার পড়ে যাওয়া
৯- নিয়মিত অ্যাকোয়ারিয়ামের পানি পরিবর্তন না করা
১০- অ্যাকোয়ারিয়ামের নুড়িপাথর পরিষ্কার না রাখা
১১- প্লেকো/ করিডোরাস- এ ধরনের মাছ বেশি থাকা
ভোলা অ্যাকোয়ারিয়ামের পানিকে ক্রিস্টাল ক্লিয়ার করার কৌশলঃ
১- আপনার অ্যাকোয়ারিয়ামের পানি ঘোলা হলে সবার প্রথমে আপনি ফিল্টারে যে সিন্থেটিক কটন বা তুলা রয়েছে সেটার অবস্থা যাচাই করুন, দেখুন তুলার মধ্যে দিয়ে পানি পাস করছে কিনা। সিন্থেটিক কটন যদি ময়লা দিয়ে আটকে গিয়ে থাকে তাহলে সেটাকে পরিবর্তন করা যেতে পারে অথবা সেটাকেই অ্যাকোয়ারিয়ামের পানি নিয়ে বাহিরে আলাদা করে ভালোভাবে ধুয়ে পুনরায় ফিল্টারে দেয়া যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এতে সমস্যার সমাধান হয়ে যাবে।
২- সিন্থেটিক কটন রিপ্লেস করেও যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আমি বলব আপনার ফিল্টার কিভাবে সেট করেছেন সে বিষয়টা খেয়াল করতে। খেয়াল করে দেখুন আপনার ফিল্টার এর পানি কি সিন্থেটিক কটন এর মধ্যে দিয়ে পাস করছে নাকি বাইপাস করে চলে যাচ্ছে।
৩- অনেকে একুরিয়ামের ফিল্টার এর সাথে আসা স্পঞ্জ ব্যবহার করে থাকেন যেটা অনেক মোটা ফাক বিশিষ্ট ফলে একেবারেই মেকানিক্যাল ফিল্ট্রেশন হয় না। তাই ফিল্টার এর সাথে আসা স্পঞ্জ কে ফেলে দিয়ে সিন্থেটিক কটন ব্যবহার করুন। টপ ফিল্টার, হব ফিল্টার, পাওয়ার ফিল্টার এগুলোকে কিভাবে সিন্থেটিক কটন বসিয়ে অপটিমাইজ করা যায় সেগুলো নিয়ে পৃথক ভিডিও রয়েছে অবশ্যই দেখে নেবেন।
৪- নিয়মিত একুরিয়াম এর পানি পরিবর্তন করুন সেই সাথে নুড়ি পাথরগুলো পরিষ্কার করুন।
No more cloudy Aquarium Water!! How To keep aquarium Water Crystal Clear
How to fix Cloudy Fish Tank Water
💻 লারনার্স ট্যাংকের ওয়েবসাইট👉 https://sites.google.com/view/learnerstank/home
📚 একুরিয়াম সম্পর্কিত একদম বেসিক বিষয় সম্পর্কে জানতে দেখুন👉 https://www.youtube.com/playlist?list=PLmd_jlXsj0K_-4Z_TiPJNXChwN2oixYoi
📚 প্লান্টেড ট্যাঙ্ক নিয়ে আগ্রহ থাকলে দেখতে পারেন👉https://www.youtube.com/watch?v=9ijQqjnhSQQ&list=PLmd_jlXsj0K8NZeI043PDugZbP97yI8TR
👻 FAQ: সচারচর জানতে চাওয়া প্রশ্ন👇
https://www.youtube.com/watch?v=BznCT4wXMa8&list=PLmd_jlXsj0K_OyNqyqKodnLN-BDTREGHk
🍀 যেভাবে জলজ গাছপালা সংগ্রহ করতে পারেনঃ
https://www.youtube.com/watch?v=qPHOY7dsX9w&list=PLmd_jlXsj0K88NW72qhJPwaAd_q_UiZwV
👇 নিচে দেয়া ফেইস-বুকের গ্রুপ গুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন:
📰 https://www.facebook.com/groups/BAMarketPlace/
📰 https://www.facebook.com/groups/bangladeshaquarists/
📰 https://www.facebook.com/groups/BDFishClubTradePoint/
📰 https://www.facebook.com/groups/Club.Aquaria.Bangladesh/
👇 কিছু রেপুটেড লোকাল ফিস স্টোরঃ https://sites.google.com/view/learnerstank/%E0%A6%9C%E0%A6%9E%E0%A6%A8%E0%A6%AD%E0%A6%A3%E0%A6%A1%E0%A6%B0
📘 Facebook👉 https://www.facebook.com/learnerstank/
📷 Instagram👉 https://www.instagram.com/khalid162abdullah/
🐤 Twitter👉 https://twitter.com/khalid99buet
#freshwatertank #learnerstank #learners_tank #plantedtank #dirtedtank #aquariuminbangla #aquascaping #plantedtank #dirtedtank #natureaquarium #aquascaper #aquaticplants #fishtank #inbangla #fishkeeping #বাংলামাছ
0 Comments