Every Bit of IELTS | All About IELTS | IELTS এর চৌদ্দগুষ্টির হাঁড়ির খবর।

Every Bit of IELTS | All About IELTS | IELTS এর চৌদ্দগুষ্টির হাঁড়ির খবর।

বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় দেড় লাখ শিক্ষার্থী IELTS (Academic, General & UKVI) দেয় যাদের গড় ব্যান্ড স্কোর মাত্র 5.5! এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে ব্যাঙের ছাতার মত এতো এতো কোচিং আর এত্ত কোয়ালিফাইড ট্রেইনার থাকার পরেও এই হাল কেন? তাহলে কি IETLS এ ভালো করা আসলেই খুব কঠিন? আচ্ছা, আমি যদি ক্যামব্রিজ ১-১৬ মুখস্ত করে ফেলি তাহলে কি আমি খুব ভালো স্কোর করতে পারবো? স্যার আমি Writing/Reading এ খুব খারাপ, কথা বলতে গেলে বেধে যায়, আইডিয়া জেনারেট করতে পারিনা, ওদের কথা কিছুই বুঝিনা, কি কি ম্যাটেরিয়ালস ফলো করবো? প্রেপ স্ট্রাটেজি আসলে কি হওয়া উচিৎ? ইত্যাদি সকল প্রশ্নের সঠিক উত্তর পেতে আমাদের "Every Bit of IELTS" ক্লাসটি করুন। আশা করি IELTS Prep এর A to Z Guidelines পেয়ে যাবেন এই সেশন থেকে।

ielts preparationielts tipsielts speaking test

Post a Comment

0 Comments